ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
ডা. এইচ বি এম ইকবাল এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা নিয়ে পুরনো প্রতিবেদন মুছে ফেলার জন্য কয়েক ডজন উকিল নোটিস পাঠিয়ে ‘অযৌক্তিক’ চাপ দেওয়ার ধারাবাহিকতায় এবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ চার সম্পাদকের বিরুদ্ধে ‘মানহানির’ অভিযোগ করা হয়েছে বরিশালের আদালতে। বিডি নিউজ২৪ ডট কম
বুধবার বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলার আবেদনটি করেছেন কাজী নাসির উদ্দিন বাবুল. যিনি নিজেকে ডা. ইকবালের ‘বন্ধু’ হিসাবে পরিচয় দিয়েছেন। কাজি নাসির উদ্দিন বাবুুল বহুলপ্রচারিত স্থানীয় দৈনিক আজকের বার্তার সস্পাদক
বিচারক পলি আফরোজ বাদীর আর্জি শুনে বিষয়টি বৃহস্পতিবার আদেশের জন্য রেখেছেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব হাসান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, হেড অব ইংলিশ নিউজ অরুণ দেবনাথ, বার্তা সম্পাদক জাহিদুল কবির এবং বার্তা সম্পাদক মুনীরুল ইসলামকে ওই আর্জিতে বিবাদী করা হয়েছে।
প্রিমিয়ার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গত দেড় দশকে বিভিন্ন সময়ে যেসব মামলা হয়েছে, তার কার্যক্রম আর আদালতের আদেশ নিয়ে অন্য সব সংবাদমাধ্যমের মতো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব মামলা থেকে তারা অব্যাহতিও পেয়েছেন।
কাজী নাসির উদ্দিন বাবুল তার আর্জিতে দাবি করেছেন, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১৫ ও ২০১৭ সালের ওইসব প্রতিবেদন ছিল ‘উদ্দেশ্যপ্রণোদিত’। ডা. ইকবাল ও তার পরিবারের সদস্যরা ওইসব মামলায় খালাস পেয়ে গেলেও মামলার কার্যক্রম নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পুরনো প্রতিবেদনগুলো এখনও অনলাইনে রয়েছে রয়ে গেছে। আর তাতে দেশ-বিদেশে ডা. ইকবাল ও তার পরিবারের ‘সম্মানহানি হচ্ছে’।
আদালতের বেঞ্চ সহকারী রাজিব হাসান বলেন, “বাদী তার আর্জিতে বলেছেন, সংবাদগুলো সরিয়ে নেওয়ার জন্য বিবাদীদের দুটি উকিল নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তারা এ ব্যাপারে সন্তোষজনক জবাব দেননি। এই প্রেক্ষিতে ডা. ইকবালের বন্ধু ও শুভাকাঙ্ক্ষী পরিচয়দানকারী নাসির উদ্দিন বাবুল ২০০ কোটি টাকার মানহানি মামলার ওই আবেদন করেছেন।” – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network