ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
ঝালকাঠিতে সৎ ছেলে ও তার স্ত্রীর দেয়া মিথ্যা মামলা-হয়রানি এবং অপপ্রচার থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন মা রোকেয়া বেগম। সোমবার বেলা ১১টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলার রাজাপুরের আদার্শপাড়া এলাকার বাসিন্দা রোকেয়া বেগম জানান, তার স্বামী পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার রফিজ উদ্দিন তালুকদারের মৃত্যুর পর সৎ ছেলে মিজানুর রহমান মাসুম ও তার স্ত্রী নাসিমা বেগম সহায়-সম্পত্তি দখল করতে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানি-নির্যাতন করছে তাকে।
তিনি আরো জানান, তিন ১৯৮৫ সালে সাব-কবলা দলিল মূলে ঝালকাঠির রাজাপুরে ২৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে সেখানে টিনসেড বিল্ডিং নির্মান করে স্বামী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। পরবর্তীতে তার স্বামীও একই মৌজায় ও খতিয়ানে পৃথক ৩০ শতাংশ সম্পত্তি ক্রয় করেন। পরবর্তীতে ১৯৯৭ সালে রোকেয়া বেগমের দুই ভাইয়ের কাছে সাড়ে ৯ শতাংশ জমি বিক্রি করেন রফিজ উদ্দিন তালুকদার। রফিজ উদ্দিনের মৃত্যুর পর বাকি সাড়ে ২০ শতাংশ সম্পত্তিসহ রোকেয়া বেগমের নিজের ক্রয়কৃত ২৭ শতাংশ জমিও সৎ ছেলে মাসুম ও তার স্ত্রী নাসিমা বেগম দখলের চেষ্টা চালায়। পরে দখলে ব্যর্থ হয়ে তারা রোকেয়া বেগমের চার ছেলের ও দুই শিক্ষক ভাই নুরুল হক হাওলাদার ও এনামুল হক হাওলাদারের বিরুদ্ধে চাঁদাবাজি, সহিংসতাসহ একাধিক মামলা দায়ের করে একের পর এক হয়রানি-নির্যাতন চালাতে শুরু করে।
বয়স্ক দুই ভাই ও ছেলেমেয়ের জীবনের নিরাপত্তহীনতায় প্রতি মূহূর্ত আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানান রোকেয়া বেগম। এ অবস্থা থেকে মুক্তি পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে রোকেয়া বেগমের ভাই নুরুল হক হাওলাদার ও এনামুল হক হাওলাদার এবং ছেলে মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network