বরিশালসহ ৬ জেলায় মৌসুমের প্রথম কালবৈশাখীর আঘাত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

বরিশালসহ ৬ জেলায় মৌসুমের প্রথম কালবৈশাখীর আঘাত

বরিশালসহ ৬ জেলায় চলতি বছরের প্রথম কালবৈশাখী আঘাত হেনেছে শনিবার (১৩ মার্চ)। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে যাচ্ছে। সেই সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর ওপর দিয়ে।

শনিবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, বরিশাল ও মাদারীপুর অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।
ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় ধুলার চাদরে ঢেকে যায় চারদিক।

সংবাদটি শেয়ার করুন