ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের তৃতীয় তলায় করোনা রোগীদের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ক্রিটিক্যাল রোগীদের অন্যত্র স্থানান্তর করতে গিয়ে তিন রোগীর মৃত্যু হয়েছে। রোগী মৃত্যুর সঙ্গে অগ্নিকাণ্ডের সম্পর্ক নেই। এর আগে বুধবার সকাল ৮টা ১০ মিনিটে আইসিইউতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান জানান, আমরা সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে থাকা রোগীদের সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। যারা আইসিইউতে ছিলেন তাদের প্রত্যেকের অবস্থা ক্রিটিক্যাল ছিল।
পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, করোনা আক্রান্ত ক্রিটিক্যাল রোগীরা আইসিইউতে থাকে। প্রতিদিনই রোগী মারা যাচ্ছে। তবে আগুন লাগার সঙ্গে রোগী মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network