ঢাকা ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১
বরিশাল নগরীর সোনালী আইসক্রিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা উদ্ধার করে নৌ-পুলিশের একটি টিম। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এই অভিযানে সেখান থেকে ১৫ জনকে আটকও করা হয়।
অভিযানে আটকরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর এলাকার মো. রাসেল, উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার রিয়াজ বেপারী ও কাওছার হাওলাদার, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার আব্দুস ছত্তার গাজী, সেকান্দার হাওলাদার, পূর্ব হবিনগর এলাকার আহম্মাদুল বাদশা। এছাড়া দক্ষিণ চরআইচা এলাকার মনির হাওলাদার, আল আমিন গাজী, চরআইচা এলাকার স্বপন হাওলাদার ও সুজন কুমার বেপারী, চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস, সাপানিয়া এলাকার সাদ্দাম সরদার, লিটন ভূইয়া, চরবাড়িয়া এলাকার কালাম হাওলাদার ও রাঢ়ীমহল এলাকার মোতালেব হাওলাদার।
আটকদের মধ্যে খোকন বিশ্বাস, সাদ্দাম সরদার ও লিটন ভূইয়া জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি হুইলারের চালক।
অভিযানে উদ্ধার জাটকাগুলো শহরের বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network