বাউফলে সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগ নেতার হাত বিচ্ছিন্ন

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

বাউফলে সন্ত্রাসীদের হামলায়  ছাত্রলীগ নেতার হাত বিচ্ছিন্ন

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. মেহেদী হাসানের (২২) উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধাঁড়ালো অস্ত্রের কোপে বাম হাত দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও তাঁর মাথায় জখম হয়েছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের দরগাহ বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পংগু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত মেহেদী হাসান জানান,‘ পূর্ব পরিকল্পিতভাবে পৌর মেয়রের সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। হামলায় মেয়র গ্রুপের কোয়েল, ফেরদাউস, মোহাম্মাদ ও জাহিদসহ প্রায় ১৫/২০দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই হামলার ঘটনার পিছনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাউফল সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মো.ইউসুফ ও সাধারন সম্পাদক শুভ। ছাত্রলীগ নেতা ইবনে ফারুক সৌমিক বলেন,‘ যারা যুবলীগ নেতা তাপস দাস ও আমার বাবা, পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুকের উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছেন তাঁরাই এই হামলার সাথে জড়িত। এবিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,‘ পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন