ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
বরিশাল ও ঝালকাঠি বাস শ্রমিকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে ঝালকাঠি থেকে ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকাল থেকে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেয় ঝালকাঠি মালিক-শ্রমিকেরা।
এর আগে সোমবার (২২ মার্চ) রাতে বরিশাল শহরের রূপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের হামলায় আহত হন ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক।
বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী বলেন, সোমবার (২২ মার্চ) রাতে বরিশাল রূপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিকদের হামলায় ঝালকাঠির কয়েকজন বাস শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট ডেকেছেন।
আকস্মিক এই ধর্মঘটের ফলে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠির সঙ্গে বাস চলাচল বন্ধ থাকায় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network