ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২১
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংরা মুন্সিরপুল সংলগ্ন দাসপাড়া গ্রাম থেকে পলি আক্তার (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বাউফল থানা পুলিশ ওই লাশ উদ্ধার করে। পলি ওই গ্রামের মিলন প্যাদার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম নাসরিন আক্তার (২৮)। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রী পলির সাথে ঝগড়া হয় স্বামী মিলন প্যাদার। রাত সারে ১১ দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলতে থাকে পলি। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network