ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
ঝালকাঠিতে এক কিশোরীকে ধর্ষণের অপরাধে রানা ও নাদিম নামের ২ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। আজ বুধবার (২৪ মার্চ) দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়েল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার আদেশের বিষয়টি রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান মনু নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ওই কিশোরীকে ঘরে রেখে তার মা বাহিরে গেলে সেই সুযোগে একা পেয়ে ওড়না দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে রানা ও নাদিম। রাত ১০টার দিকে মা বাসায় ফিরে আসলে ওই কিশোরী মাকে ঘটনা জানায়। এর লোকলজ্জার ভয়ে কিছু না বললে ধর্ষণে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
এ ঘটনায় ২০১৪ সালের ১৮ জুন মেয়েটির মা বাদী হয়ে ঝালকাঠি থানায় ওই দুই যুবককে আসামি করে একটি মামলা করেন।
ঝালকাঠি সরদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ মামলাটি তদন্ত করে ওই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদকন জমা দেন। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান মুবিন বলেন, পরবর্তীতে উচ্চ আদালতে আসামিদ্বয়ের মুক্তি চেয়ে আপিল করা হবে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network