ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২১
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগদান করেছেন ডা. এইচএম সাইফুল ইসলাম। মঙ্গলবার সকাল ১১টায় যোগদান করেন তিনি। এ সময় নতুন পরিচালক সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ফুলের শুভেচ্ছা গ্রহণ করেন। শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বকির হোসেন গত ৭ মার্চ অবসরজনিত ছুটিতে যাওয়ার পর থেকে এই পদটি শূন্য ছিল।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-৪ শাখার উপ-সচিব শারমিন আক্তার সাক্ষরিত এক অফিস আদেশে গত ১২ এপ্রিল ডা. এইচএম সাইফুল ইসলামকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। এর আগে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজির অধ্যক্ষ ছিলেন ডা. এইচএম সাইফুল ইসলাম।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network