ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৮)। সোমবার রাতে উপজেলার চাউকাঠি গ্রামের এই অভিযানে তাদের কাছ থেকে প্রায় ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকাও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেপ্তার ও উদ্ধার অভিযানের বিষয়টি ইমেল বার্তায় নিশ্চিত করে বরিশাল র্যাব সদর দপ্তর।
গ্রেপ্তার দুই যুবক হচ্ছে- ওই গ্রামের আব্দুর বর সরদারের ছেলে মোঃ রফিকুল সরদার (৩৪) এবং একই গ্রামের মো. আসাদুল হাওলাদারের ছেলে মো. সুজন হাওলাদার (৩৩)।
র্যাব জানায়, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চাউকাঠি গ্রামের অভিযান চালিয়ে রফিক ও সুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার ২ যুবক মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ব্যবসা চালিয়ে আসছিল।
এই মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানা পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন বরিশাল র্যাবের ডিএডি মোঃ নূর ইসলাম।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network