ঢাকা ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
বরিশালে ডায়রিয়া প্রকোপ দিন দিন বাড়ছে। ৪ ঘন্টায় ২৬জন রোগি ভর্তি হয়েছে সদর হাসপাতালে।এভাবে প্রতিদিন উপকূলীয় ৬ জেলার বিভিন্ন স্থান থেকে অনেক রোগী এসে ভর্তি হচ্ছেন বরিশালের দুটি সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে। এদিকে সাম্প্রতিক সময়ে বরিশালে অস্বাভাবিক ডায়রিয়া আক্রান্তের কারণ অনুসন্ধান শুরু করেছে আইইডিসিআর। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টায় ২৬ জন রোগী ভর্তি হয় বরিশাল জেনারেল হাসপাতালে। এর আগের ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৭০ জন রোগী। চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৪ জন ডায়রিয়া রোগী। এর আগে মার্চ মাসে চিকিৎসা নিয়েছে ৭২১জন।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানায়, সম্প্রতি দেশের উপকূলীয় এলাকার নদ-নদী ও খাল-বিলে-পুকুরে লবণাক্ততা বেড়েছে। সেই পানি বিভিন্ন গৃহস্থালী কাজে ব্যবহার করায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারনা তাদের।
বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান, মার্চ ও এপ্রিল মাসে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তবে এ বছর ডায়রিয়ায় আক্রান্তের হার একটু বেশি। এর কারণ অনুসন্ধানে বরিশালে কাজ শুরু করেছে আইইডিসিআর। তারা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে নমুনা সংগ্রহ করছেন। ঢাকায় গিয়ে নমুনা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বিশেষজ্ঞরা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network