ঢাকা ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি/ পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ শতাধিক অতিদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার শেষ বিকেলে দিকে পৌর শহরের শেখ কমাল সেতুর নিচে ওইসব দরিদ্রদের হতে ইফতার তুলে দেয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হীরা লাল হালদার স্বপন, উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনসহ উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে অনেকেরই কাজকর্ম নেই। নেই ইফতার কেনার সামর্থ্যটুকু। তাই উপজেলা যুবলীগের পক্ষ থেকে পাঁচ শতাধিক অতিদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি। এছাড়া মহামারি করোনায় কৃষকরা শ্রমিক সংকটের কারণে যখন বিপাকে পড়েছে। ঠিক সে মুহুর্তে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশক্রমে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ওইসব বিপদগ্রস্থ কৃষকের পাশে দাঁড়িয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network