ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ২, ২০২১
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী ট্রাকচাপায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক মর্যাদার কর্মকর্তা (এএসআই) আকলিমা আক্তার (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার (০২ মে) দুপুর ১টার দিকে উপজেলার কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন মোড়ের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা ভোলার ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিনের স্ত্রী। আকলিমা আক্তার বোরহানউদ্দিন থানার কর্মরত ছিলেন।
আকলিমার বাড়ি ঝালকাঠি জেলায় ও তার শ্বশুরবাড়ি পটুয়াখালীতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এএসআই আকলিমা বোরহানউদ্দিন থানার মো. জাকারিয়া নামে এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মামলার তদন্তের জন্য স্থানীয় ফকিরহাট বাজারে যান। তদন্ত শেষে থানায় ফেরার পথে কুঞ্জেরহাট বাজারে আসলে ভোলা থেকে চরফ্যাশনগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এ সময় মোটরসাইকেলচালক জাকারিয়া মোটরসাইকেল ব্রেক দিলে আকলিমা পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। মোটরসাইকেলচালক জাকারিয়াও আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network