ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ৮, ২০২১
বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। নেপালের বিপক্ষে সবশেষ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলে আসা প্রায় সবাই সুযোগ পেয়েছেন দলে। আগামী সোমবার থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প।
প্রাথমিক দলে ডাক পেয়েছেন তপু বর্মণ ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া অনেক দিন বাদে ডাক পেয়েছেন চলতি মৌসুমে শেখ জামাল ধানমন্ডির হয়ে দুর্দান্ত খেলা ডিফেন্ডার রেজাউল করিম রেজা তবে চলতি লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করা তৌহিদুল আলমের সুযোগ হয়নি। চোটে থাকায় বাদ পড়েছেন নেপালে খেলে আসা সেন্টারব্যাক টুটুল হোসেন।
বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এখনো তিনটি ম্যাচ বাকি। আগামী ৩, ৭ ও ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত ও কাতার। করোনা পরীক্ষার পর শুরু হবে মাঠের প্রস্তুতি। চূড়ান্ত দলে থাকা ২৫ জন খেলোয়াড় আগামী ২১ অথবা ২২ মে কাতারে চলে যাবে। এএফসি কাপ খেলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা সরাসরি কাতারে যোগ দেবেন।
২৮ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, তারিক রায়হান ও রেজাউল করিম।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জুয়েল।
স্ট্যান্ডবাই : গোলরক্ষক: মিতুল মারমা, ডিফেন্ডার: আতিকুজ্জামান, মিডফিল্ডার: আবু সাহেদ ও ইমরান হাসান রিমন এবং ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network