ঢাকা ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, মে ৯, ২০২১
ভারতে চলমান করোনা পরিস্থিতি ও দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় তৃতীয় ঢেউয়ের আভাস পাচ্ছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
দেশে শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভয়ংকর ভারতীয় ধরন। সামান্যতম উদাসীনতাই এখন বিপদজনক ভবিষ্যতেরই পূর্বাভাস। এমতাবস্থায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা। তিনি জানান, অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া স্বত্বেও ভারত আজ চরম সংকটে। অক্সিজেনের জন্য সেখানে হাহাকার লেগেই আছে।
তিনি আরও জানান, গতকালও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিলো। দেশটি এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। তাদের ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আবারো তৃতীয় ঢেউয়ের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত থেকে বিপদজনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network