ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২১
দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র সমুদ্র সৈকত কুয়াকাটায় লকডাউনের মধ্যে আবাসিক হোটেলে পর্যটক রাখার অভিযোগে চার আবাসিক হোটেল কর্তৃপক্ষকে ৩৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে হোটেলে ওঠা এক পর্যটক দম্পতিকেও আর্থিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সোমবার রাতে এ অর্থদণ্ড করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল। আবাসিক হোটেলগুলো হলো সি-কুইন, রিসমন, নিউ প্যালেস ও নিউ সিলভার ক্রাউন।
জানা গেছে, দ্বিতীয়বারের মতো করোনার ঢেউ মোকাবিলায় সরকারের ঘোষণা অনুযায়ী কুয়াকাটার আবাসিক হোটেল-মোটেল বন্ধ রয়েছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একশ্রেণির আবাসিক হোটেল এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিয়মিত পর্যটকদের অবস্থানের সুযোগ দিয়ে যাচ্ছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত আবাসিক হোটেল মালিকদের।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network