ঢাকা ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, মে ২৫, ২০২১
স্টাফ রিপোর্টার ॥ না ফেরার দেশে চলে গেলেন বিসিসির সাবেক ওয়ার্ড কাউন্সিলর এলাকাবাসীর প্রিয় জাকির হোসেন জেলাল। (ইন্না লিল্লাহে— রাজেউন) গতকাল রাত ১০টার দিকে স্কয়ার হাসপাতালে তার লাইফ সপোর্ট খুলে ফেলা হয়। এরপর চিকিৎসকবৃন্দ তাকে মৃত ঘোষণা করনে।
১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন গুরুতর অসুস্থ হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন থাকার ২৩দিন পর গত শনিবার তাকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্কয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার থেকেই তার অবস্থার অবনতী হতে তাকে। শেষ পর্যন্ত সব চিকিৎসা ব্যর্থ করে সবাইকে কাদিয়ে তিনি চলে গেলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, স্ত্রী ও তিন ভাই রেখে গেছেন।
সাবেক কাউন্সিলর জেলাল এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে নগরীতে শোকের ছায়া নেমে এসেছে।
আজ তার লাশ বরিশালে আনা হবে। এরপর জানাযার সময় নির্ধারণ করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network