ঢাকা ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মে ২৭, ২০২১
বরিশাল সদর উপজেলার বৈরাগী বাড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বাকেরগঞ্জের গোমা থেকে বৃহস্পতিবার দুপুরে বাসটি ৫০ যাত্রী নিয়ে বরিশালের চরকাউয়া স্ট্যান্ডে আসার প্রাক্কালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এতে কোনো যাত্রীর প্রাণ না গেলে ৩০ জন আহত হলে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাওলাদার পরিবহনের বাসটি অর্ধশত যাত্রী নিয়ে চরকাউয়া খেয়াঘাট এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে একটি ইঞ্জিনচালিত বাহনকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে চালক-হেলপারসহ অন্তত ৩০ যাত্রী হয়। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই তাদের স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বরিশাল ফায়ার সার্ভিস কর্মীরা এসেছে। পুলিশের সহযোগিতায় তারা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার তৎপরতা শুরু করেছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network