ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২১
বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে বিপ্রব্রত বসুর (৫৮) নামের এক পুরোহিত মারা গেছেন। গতকাল বুধবার (২৬ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।
মিশনের শিক্ষার্থীরা জানান, পুরোহিত বিপ্রব্রত বসু বিকেলে মন্দিরের দক্ষিণ দিকের পুকুরে যান। এরপর পুকুরে পড়ে যান তিনি। এ সময় দূর থেকে দুই শিশু এ ঘটনা দেখে চিৎকার করে। পরে মিশনের লোকজন পুকুরে নেমে বিপ্রব্রত বসুকে খুঁজতে থাকেন। কিন্তু পাওয়া যাচ্ছিল না তাঁকে।
পুরোহিত বিপ্রব্রত বসু সাঁতার জানলেও তাঁর হৃদরোগ ও শ্বাসকষ্ট ছিল। এ কারণে পানিতে পড়ে জ্ঞান হারিয়ে তিনি তলিয়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাঁর মরদেহ উদ্ধার করেন।
বরিশাল রিভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শারাফত আলী তুহিন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাঁর নেতৃত্বে একদল ডুবুরি দ্রুত ঘটনাস্থলে আসে। পুকুরটি অনেক বড় ও গভীর ছিল। রিভার ফায়ার স্টেশনের ডুবুরি মোহাম্মদ নাসির হোসেন ও মো. রাব্বি শেখ প্রায় ১৫ মিনিট চেষ্টা চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মরদেহ উদ্ধার করেন। পরে মিশনের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network