হিজলায় ১৩ লাখ চিংড়ি রেণুসহ ট্রলার আটক

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

হিজলায় ১৩ লাখ চিংড়ি রেণুসহ ট্রলার আটক

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে গলদা চিংড়ির সাড়ে ১৩ লাখ রেণুপোনা ও একটি ইঞ্জিনচালিত ট্রলার আটক করে কোস্টগার্ড। পরে রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম হিজলা উপজেলার দুলখোলা ও বহেশপট্টিসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালিয়েছে।

আজ শুক্রবার (০৪ জুন) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান চলার সময় কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে উদ্ধার রেণু মেঘনা নদীতে অবমুক্ত এবং নৌকাটি মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন