বরিশালে ভূমি ও গৃহহীন ৫৪৯টি পরিবারের মাঝে ঘর বিতরণ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২১

বরিশালে ভূমি ও গৃহহীন ৫৪৯টি পরিবারের মাঝে ঘর বিতরণ

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দেশের অসহায় দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরন কার্যক্রম ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে উদ্ধোধনের পর দ্বিতীয় দফায় বরিশাল জেলার ১০ উপজেলার ৫৪৯ গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।

বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার (২০ জুন) বেলা ১১টায় আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় বরিশাল জেলায় ৫৪৯ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে নব নির্মিত প্রধানমন্ত্রীর উপহারে এ জমি সহ ঘরের দলিলপত্র হস্তান্তর করেন বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজ এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট তালুকদার মো. ইউনুস।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপকারভোগী পরিবার সহ সংশ্লিস্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন