ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২১
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দেশের অসহায় দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরন কার্যক্রম ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে উদ্ধোধনের পর দ্বিতীয় দফায় বরিশাল জেলার ১০ উপজেলার ৫৪৯ গৃহ ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।
বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার (২০ জুন) বেলা ১১টায় আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় বরিশাল জেলায় ৫৪৯ ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে নব নির্মিত প্রধানমন্ত্রীর উপহারে এ জমি সহ ঘরের দলিলপত্র হস্তান্তর করেন বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জ ডিআইজ এস এম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও সাবেক এমপি এডভোকেট তালুকদার মো. ইউনুস।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপকারভোগী পরিবার সহ সংশ্লিস্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network