ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১
অবিলম্বে কাউনিয়া খান সন্স টেক্সটাইল খুলে দেওয়া এবং ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আজ রোববার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কারখানার শতাধিক শ্রমিক।
নাদিম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি দুলাল মল্লিক, কারখানা শ্রমিক রোখসানা আক্তার, মনি বেগম, সাগর কুমার প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, ৪ দিন বন্ধের কথা বলে ১৮ মাস থেকে এই কারখানা বন্ধ করা হয়েছে। এই কারখানার পরে বন্ধ হওয়া একই মালিকের সোনারগাঁ টেক্সটাইল খুলে দেওয়া হয়েছে, শ্রমিকদের বকেয়া বেতন দেয়া হয়েছে। কিন্তু ১৮ মাস থেকে বন্ধ থাকার পরও কারখানা খোলা বা বকেয়া বেতন দেওয়ার বিষয়ে মালিকপক্ষ কোন আলোচনায় করছে না। ফলে কারখানার প্রায় পাঁচশতাধিক শ্রমিক মানবেতর জীবন যাপন করছে।
তাই অবিলম্বে কারখানা খুলে দেয়া এবং বকেয়া বেতন পরিশোধ না করা হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network