প্রজ্ঞাপনে ভুল তথ্য, চিকিৎসকদের বদলির আদেশ বাস্তবায়ন স্থগিত

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১

প্রজ্ঞাপনে ভুল তথ্য, চিকিৎসকদের বদলির আদেশ বাস্তবায়ন স্থগিত

দেশে করোনাভাইরাস মহামারি সুষ্ঠুভাবে মোকাবেলা ও জনসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের বদলির প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় (মৃত ডাক্তারের নাম) সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়ন স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ মঙ্গলাবার রাতে মন্ত্রণালয়ের উপ সচিব আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বদলির আদেশ আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সহস্রাধিক চিকিৎসককে একসঙ্গে বদলি করে স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৪ ও ৫ জুলাইয়ের কয়েকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া এ আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসককে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়

সংবাদটি শেয়ার করুন