ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১
বরিশাল বিভাগে করোনার সংক্রমণ ২০ হাজার ছাড়াল। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৮ দশমিক শূন্য ৭ শতাংশ।
আজ বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন শনাক্ত হওয়া ৬২২ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৭৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮ হাজার ৭০৩ জন। এ ছাড়া পটুয়াখালীতে নতুন ৬০ জনসহ মোট ২ হাজার ৬৭৯, ভোলায় নতুন ৩০ জনসহ মোট ২ হাজার ১৪৭, পিরোজপুরে নতুন ১২১ জনসহ মোট ২ হাজার ৭০৪, বরগুনায় নতুন ৭৫ জনসহ মোট আক্রান্ত ১ হাজার ৬৪৭ জন। ঝালকাঠিতে নতুন ১৬৩ জনসহ মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৭৪ জনে। আর বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ১৫৪।
নতুন করে মারা যাওয়া ১২ জনের মধ্যে উপসর্গ থাকা ৭ জন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ হাসপাতালে কেবল উপসর্গ নিয়ে মারা যান ৫৬৮ জন। এ ছাড়া বিভাগে নতুন করে করোনা পজিটিভি ৫ জন নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৩১ জন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network