ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২১
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারে মাছ শিকার করতে গিয়ে ১৩ বছর আগে নিখোঁজ হয়। আর খোঁজ মেলেনি মিলন আকনের (৩০)। দীর্ঘ ১৩ বছর পর মায়ের কোলে ফিরে এসেছে মিলন। তবে এখন তিনি মানসিক ভারসম্যহীন।
মিলন আকন কুয়াকাটা পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের শাহ-আলম আকনের বড় ছেলে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে তালতলী উপজেলা থেকে ট্রলারযোগে কুয়াকাটায় নিয়ে আসে পরিবারের সদস্যরা।
গত মঙ্গলবার মা মিনারা বেগমকে এক আত্মীয় জানান পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলীতে আকনকে পাগল বেশে দেখতে পেয়েছেন। তার তথ্য মতে সেখানে যান মিনারা বেগম এবং তার ছেলে রুবেল আকন। তারা গিয়ে মিলনের পরিচয় নিশ্চিত করে। পরে তাকে ট্রলারযোগে বাড়িতে নিয়ে আসা হয়।
মিলনের বাবা শাহ-আলম আকন বলেন, আমার ছেলে মিলন ২০০৮ সালে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। তার সঙ্গে মো. ফারুক (১২), খোকন (২৫) নামে আরো দুজন ছিল তারা কেউই ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেছি তাদেরকে। হঠাৎ দুদিন হলো শুনতে পেয়েছি আমার ছেলে মিলনকে নাকি পাওয়া গেছে তালতলী। পরে ওর মা গিয়ে নিয়ে আসছে এবং এটা যে আমার ছেলে তা আমি পুরোপুরি নিশ্চিত।
মা মিনারা বেগম বলেন, আমার ছেলেকে আমি দীর্ঘ ১৩ বছর পর আমার বুকে ফিরে পেয়েছি। আমি অনেকদিন এই সাগর পারে পারে ছেলের খোঁজে দিন কাটিয়েছি। আজ আমার আর কোনো কিছু চাওয়ার নেই, আমার ছেলেটা এখন মানসিক অসুস্থ। আমি এখন ওরে চিকিৎসা করাবো।সুস্থ হলে বলতে পারবে এতদিন কোথায় ছিল।
কুয়াকাটা পৌরসভার ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনির শরীফ জানান, আমার ওয়াডের মিলন নামের ছেলেটি ২০০৮ সালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিল। আজকে তাকে তার পরিবার তালতলী থেকে বাড়িতে নিয়ে আসছে। তার বাবা, মা, পরিবারের লোক তার গায়ে থাকা যে কাটা দাগের কথা বলতেছে তা পুরোপুরি মিলছে। তার সঙ্গে জেলেদের মাধ্যমে আমি মিলনের পরিচয় নিশ্চিত হয়েছি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network