ঢাকা ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
আনোয়ার খান।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সরসী পুলিশ ফারি সংলগ্ন ব্যবসায়ী বাদশা হাওলাদারের ঘরের দরজার টিন কেটে ঘরে ডুকে চুরির ঘটনা ঘটে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাদশার স্ত্রী কমলা বেগম সরসী খেয়াঘাট বাজারে স্বামীর দোকানে যায়। খালি ঘর পেয়ে সুযোগ সন্ধানি চোর চক্র ঘরে ডুকে আলমারি ভাংচুর করে ২ ভরি স্বর্নলাঙ্কার নিয়ে পালিয়ে যায় । বাড়িতে ফিরে পারুল বেগম ঘরে ডুকে এমন অবস্থা দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করলে আসপাশের লোকজন ছুটে আসে। এ ঘটনা জানতে পেরে সরসী পুলিশ কেন্দ্রের এস আই মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। এস আই মোস্তফা কামাল প্রতিবেদককে জানান ভুক্তভোগীকে অভিযোগ দেয়ার জন্য বলাে হয়েছে অভিযোগ পেলে আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। তারা এখনও পর্যন্ত কোন অভিযোগ দেননি। তবে তারা থানায় গিয়ে মামলা করেছে কিনা তা জানা নাই।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network