ঢাকা ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
অব্যহত বন্যার প্রভাবে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে মেহেন্দিগঞ্জে শ্রীপুর অংশের কালাবদর নদীর পানি বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। ভাঙনে উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজারসহ বসতভিটা পাশাপাশি নদীতে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি। ওই এলাকায় ভাঙনের হুমকিতে রয়েছে শতশত বাড়ি, রাস্তাঘাট, মসজিদ, বাজার। ভাঙনে নদি গর্ভে ভিটে হারিয়েছেন ওই ইউনিয়নের শ্রীপুর গ্রামের হাসনাত,হান্নান। তিনি জানান, তার বাড়ি থেকে নদী অনেক দূরে ছিল।অব্যহত নদী ভাঙন শুরু হয়। এতে তার ভিটেমাটি কালাবদর নদি গর্ভে বিলীন হয়ে গেছে। পরে তিনি অন্য এলাকায় বাড়ি করেন। নদি পারে স্কুলে আশ্রয় নিয়েছেন অনেক পরিবার। তাদের আশংকা এভাবে ভাঙ্গতে থাকলে দেশের মানচিত্র থেকে শ্রীপুর নামক ইউনিয়নটি আর থাকবে না। তারা স্থানীয় সাংসদ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী মহদয়ের দৃষ্টি আকর্শন কামনা করছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network