ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল বেলতলা খেয়াঘাট এলাকায় শাহিন (৪৫) নামের এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। বেলা ২টার দিকে তিনি কীর্তনখোলা নদীতে পড়ে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। ডুবুরিরা দোকানির সন্ধানে নদীতে তল্লাশি শুরু করেছে।
নিখোজ শাহিনের চরমোনাইয়ের বিশ্বাসের হাট বাজারে একটি চায়ের দোকান রয়েছে। তিনি দোকানের মালামাল কেনার জন্য বরিশাল নগরে গিয়েছিলেন। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ শাহিনের স্বজনরা জানান, শাহিন মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
বরিশাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ শারাফাত আলী জানান, তাদের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দোকানি জীবিত বা মৃত উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হচ্ছে, জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network