ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক নিজেই বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।বর্তমানে তিনি সরকারি বাসভবনে হোম আইসোলেশনে আছেন।
জানা গেছে , বৈশ্বিক করোনা সংক্রমণ পরিস্থিতির শুর থেকে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে চলছেন। করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা প্রদান, ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।এ ছাড়া তিনি আশ্রয়ন প্রকল্পের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর ভুমিহীনদের জন্য বিশেষ উপহার ঘর নির্মাণের কার্যক্রম প্রতিটি উপজেলায় গিয়ে তদারকি করেন। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।
বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বিভিন্ন মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network