ঢাকা ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শিয়ালী নামক স্থানে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪)। সে পেশায় একজন মোটরাইকেল চালক।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। ফয়সাল মহিপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র।
পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেলে নিহত ফয়সাল মহিপুর থেকে মোটরাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যায়। বরিশাল থেকে রাতে ফেরার পথে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুরি মারে। এতে ঘটনা স্থলে ফয়সাল রাস্তার পাশে পড়ে যায়। এ সময় এক অ্যাম্বুলেন্স চালক আহত অবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে পুলিশ কে খবর দেয়। হাসপাতালেই ওই যুবকের মৃত্যু হয়। বর্তমানে লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে নিহত ফয়সালের মোটরসাইকেলে থাকা এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। হত্যাকাণ্ডের বিষয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়ে জেল খেটেছিলো। ধারণা করা হচ্ছে- মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে, জানান ওসি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network