ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২১
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আটজন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩২২ জন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৬৯ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ জন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস শনিবার সকালে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২২ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ১১৯ জন, পটুয়াখালীতে ২৮, ভোলায় ১৫৯, পিরোজপুরে ৯, বরগুনায় এক ও ঝালকাঠিতে ছয়জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ১৪৪ জন।
এদিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ বেড বিশিষ্ট করোনা ইউনিটে শনিবার পর্যন্ত ৩৪০ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১৪৩ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৪৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোট ১ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network