বরিশাল সদর উপজেলার এসিল্যান্ড করোনা পজিটিভ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২১

বরিশাল সদর উপজেলার এসিল্যান্ড  করোনা পজিটিভ

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন । এরই মধ্যে গত কয়েকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরে ১০ আগষ্ট মঙ্গলবার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জানা যায়, কয়েক মাস পূর্বে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন তিনি। এসেই তিনি উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলাবাসীকে রক্ষার্থে উপজেলার বাজার, মাঠ-ঘাটসহ বিভিন্ন স্থানে দিনে-রাতে ঘুরে বেরিয়েছেন।
মানুষকে সচেতনে মাস্ক বিতরন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বাড়িতে খাবার পৌঁছে দেয়াসহ বিভিন্ন কর্মকান্ডে তিনি নিজেকে ব্যস্ত রেখেছিলেন।

সংবাদটি শেয়ার করুন