ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১
ভোলা জেলা শহর থেকে মো. ইউসুফ (২২) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৫ আগস্ট) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইউসুফ ভোলা পৌর ৩ নম্বর ওয়ার্ডের মো. সেলিম মিয়ার ছেলে এবং ভোলা সরকারি কলেজের ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রোববার (১৫ আগস্ট) রাতে ঘরে একাই ছিল ইউসুফ। রাত ১০টার দিকে তার বাবা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে ইউসুফকে আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলতে দেখেন তিনি। পরে তার চিৎকারে সবাই ছুটে যান। থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ভোলা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে মৃত্যুর কোনো কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network