বাকেরগঞ্জের ফরিদপুরে স্কুল ম্যানেজেং কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীদের জিম্মেকরে  দেহভোগ ও  ভিডিও ধারনের অভিযোগ

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০

বাকেরগঞ্জের ফরিদপুরে স্কুল ম্যানেজেং কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীদের জিম্মেকরে  দেহভোগ ও  ভিডিও ধারনের অভিযোগ

আনোয়ার খান >> বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের কাকরধা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য এস এম নওরোজ হীরার বিরুদ্ধে স্কুল ছাত্রীসহ এরাকার অসহায় নারীদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে জিম্মি করে দেহভোগ এবং তা ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলিং এর অভিযোগ উঠেছে। ওই ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওইসব ছাত্রীদের দির্ঘ্যদিন ধরে দেহভোগ করে আসছে বলে অভিযোগে পাওয়া গেছে। অভিযুক্ত নওরোজ হীরা ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের মৃত খালেক শিকদারের পুত্র।ভুক্তভোগী পরিবারের সদস্য আরিফ হাং প্রতিবেদককে জানান তার বোন কাকরধা স্কুল থেকে এ বছর এস এসসি পরীক্ষা দিছে স্কুলের ছাত্রী হওয়ায় হীরা তাকে পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার প্রলোভনে ফেলে একাধীকবার তার বোনের সাথে অবৈধ মেলামেশা করে তা ভিডিও ধারন করেছে।ফরিদপুর গ্রামের হীরা ব্ল্যাকমেইলিং’র শিকার খালেক হাং জানান হীরা আমার বাড়িতে আসত মেয়েকে পড়াতো সে যে এই কাজ করছে এটা আমরা জানতাম না। এখন শুনতেছি সে আমার মেয়েকে ভিডিও করে ছেড়ে দিয়েছে ইন্টানেটে।হীরার বাড়ির লোকজন জানান আমরা শুনেছি হীরা এলাকার একাধীক মেয়ের সাথে অনৈতিক কর্মকান্ড করেছে এবং তা ফেইজবুকে ছেড়েছে।হীরার রোষানলে কেউ পরতে চাচ্ছেনা বিধায় থানায় অভিযোগ দিতেছেনা।ঘটনার ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে এক ভুক্তোভোগী ঘটনা খুলে বলেন যা অনুসন্ধান কারীদের কাছে ভিডিও আকারে জমা আছে। এ ঘটনায় গতকাল শনিবার বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ইমরান হোসেন।অভিযোগ সুত্রে ও স্থানীয় সুত্রে জানাজায় এস এম নওরোজ হীরা তার এলাকায় একাধীক মেয়েকে বিভিন্ন প্রলোভনে ফেলে সর্বনাস করেছে। মান সম্মনের ভয়ে অনেকেই চুপচাপ রয়েছে। তবে তাদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ।স্থানীয় মেম্বর সহিদুল ইসলাম বলেন হীরার ঘটনা এলাকায় জানাজানি হলেও ব্যবস্থা নিতে কেউ সাহস পাচ্ছেনা। কারন সে কখনও সাংবাদিক কখনও রাজনৈতিক নেতা বিভিন্ন জনের সাখে সক্ষতা রয়েছে এই ভয়ে কেউ মুক খুলছেনা। চেয়ারম্যান এস এম শফিকুর রহমান ক্ষিপ্ত কন্ঠে বলেন ভাই ওকে ধরে পুলিশে দিয়ে দেন এলাকার ইজ্জত মান আর রইলনা। অভিযোগকারী জানান, বিষয়টি জানতে পেরে এবং ওয়েবসাইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে ২৫শে অক্টোবর রবিবার থানায় এজাহারের জন্য অভিযোগ দায়ের করেছি। এই ঘটনার কঠোর বিচার চান তিনি।অভিযোগের ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, ফরিদপুরের ঘটনাটি লোক মুখে এতদিন শুনেছি আজ একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।অভিযোগের ব্যপারে অভিযুক্ত হীরার বাড়িতে গেলে তার ঘরে তালা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন