ঢাকা ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
আমেরিকার আশঙ্কা প্রকাশের পর আবারও কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়েছে। গত বৃহস্পতিবারের জোড়া বোমা হামলার পর আজ রবিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হতে পারে। তার ঠিক কয়েক ঘণ্টা পর বিস্ফোরণের ঘটনা সামনে এল। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চার দিন আগে কাবুল বিমানবন্দরের বাইরে প্রথমে গেটের ফটকের কাছে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এরপর আবার একটি বোমা হামলা হয় কিছুটা দূরে ব্যারন হোটেলের কাছে। ওই ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। ঘটনার দিনই গভীর রাতে হামলায় দায় স্বীকার করেছিল আফগানিস্তানে আইএসের ‘খোরাসান’ শাখা সংগঠন। বিস্তারিত আসছে…
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network