ঢাকা ১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
৭শ’ ৪২ জন শিক্ষক কর্মচারীর কল্যাণ সুবিধা বাবদ ৩০ কোটি ৫ লাখ ৮০ হাজার ৪৯২ টাকা ছাড় দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার কল্যাণ ট্রাস্টের সচিব এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও মাউশির মহাপরিচালকের যৌথ স্বাক্ষরে এ অর্থ ছাড় দেয়া হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে আগামী সোমবারের মধ্যেই শিক্ষক কর্মচারীদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এ টাকা পৌঁছে যাবে। এছাড়া ১৩ জুলাই ১ হাজার ১৮০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ৫২ কোটি ৬০ লাখ টাকা ছাড় দেয়া হয়। ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ হাজার ১শ’ জন শিক্ষক-কর্মচারীকে ৬১০ কোটি ৬১ লাখ ৮৯ হাজার টাকা কল্যাণ সুবিধা দেয়া হলো।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network