ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১
স্টাফ রিপোর্টার ॥
বরিশাল নগরীর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৩ ঘাতককে গ্রেপ্তার করেছে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে : নগরীর শের-ই-বাংলা সড়ক এলাকার তরিকুল ইসলাম সাকিব, আলমগীর হাওলাদার এবং পটুয়াখালীর জামাল।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, নগরীর কাশিপুরের চহঠা এলাকায় ব্যাংক কর্মকর্তা মনজুর মোর্শেদকে নিজ বাড়িতে হত্যা এবং তার বাড়িতে চুরি সংঘটিত হয়। এছাড়া নগরীর ফিশারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়িতে রাতে চুরি সংঘটিত হয়।
তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে দুটি ঘটনায় একই ব্যক্তিরা জড়িত। পরবর্তীতে নগরীর শের ই বাংলা সড়ক থেকে সাকিব ও আলমগীরকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পটুয়াখালী জেলা থেকে জামাল নামের অপর ঘাতকে গ্রেফতার করা হয়।
পুলিশ কমিশনার বলেন, আন্তজেলা এ ডাকাতদলে আরো ৫-৭ জন সদস্য রয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতরা জানিয়েছে। তাদের বাকি সদস্য যারা ওই দুটি ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারে এবং লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।
তিনি আরো বলেন, এরা বরিশালের বিভিন্ন জায়গায় চুরি ও ডাকাতিসহ অধিক মাত্রার আরো কিছু অপরাধ ঘটিয়েছে। সেই সাথে প্রাথমিক তথ্যানুযায়ী মানুষকে ভয় দেখানোর জন্য আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরণের অস্ত্রও ব্যবহার করে থাকে তারা। আমরা চেষ্টা করছি তাদের সংগঠিত অপরাধগুলোর সন্ধান বের করতে সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত সকল ধরণের সরঞ্জাম উদ্ধার করে সকলকে আইনের আওতায় আনতে।
এদিকে ওই তিন ডাকাত সদস্যকে এয়ারপোর্ট থানায় দায়েরকৃত দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের পরিদর্শক (তদন্ত) এ আর মুকুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ডিবি মনজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশনস এন্ড প্রসিকিউশন) নাসরিন জাহানসহ বিএমপি পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
গত ৩ জুলাই বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন নগরীর ফিসারী রোড এলাকায় মনোয়ার হোসেনের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। নগদ ৫৩ হাজার টাকাসহ প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লু্িন্ঠত হয়। এ বিষয়ে গত ৫ জুলাই এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করা হয়
এছাড়া গত ১১ আগস্ট এয়ারপোর্ট থানাধীন কাশিপুর চহঠা এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা ও বিসিসির ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগলুল মোর্শেদ প্রিন্স এর পিতা মঞ্জুর মোর্শেদের বাড়ীতে রাতের বেলায় চুরিসহ হত্যাকান্ড সংঘটিত হয়। সে ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে তার পরিবার।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network