ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২১
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের ঘটনায় বিশ্বজুড়ে এখনও আলোচনা-সমালোচনা চলছে। একপক্ষ বলছে, জীবনের ঝুঁকি নিয়ে কেন ক্রিকেট খেলতে হবে। আরেক পক্ষ এটাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে। দুই দেশ সফর বাতিল করায় অস্ট্রেলিয়াও তাদের আগামী বছরের সফর নিয়ে ভাবনাচিন্তা করছে। এর মাঝে খোদ অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজা বলেছেন, নিরাপত্তা হুমকির কারণে দুটি সিরিজ বাতিল হয়েছে- এটা তিনি বিশ্বাস করেন না।
খাজা বলেছেন, ‘আমি মনে করি খেলোয়াড় এবং সংস্থাগুলোর জন্য পাকিস্তানকে না বলাটা খুব সহজ, কারণ এটি পাকিস্তান। আমি মনে করি, একই ব্যাপার বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু ভারত যদি একই জায়গায় থাকে, তাহলে তাদের কেউ না বলবে না। এটা আমরা সবাই জানি যে, টাকায় কথা বলে। এটি (সফর বাতিল) সম্ভবত এরই (টাকা) একটি বড় অংশ। পাকিস্তান বারবার প্রমাণ করছে যে, তাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। আমি মনে করি, আমাদের না যাওয়ার কোন কারণ নেই।’
অস্ট্রেলিয়ার হয়ে ৪৪ টেস্ট, ৪০ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা উসমান খাজার জন্ম পাকিস্তানে। ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান আরও বলেন, ‘অনেক নিরাপত্তা সেখানে, কঠিন নিরাপত্তা। সেখানে মানুষের নিরাপদ বোধ করা ছাড়া আর কিছু আমি শুনিনি। এমনকি পিএসএল চলাকালীন ছেলেদের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করলে এটা কেমন ছিল… তারা আমাকে একই কথা বলে যে, শতভাগ নিরাপদ।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network