ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
বরিশাল প্রতিনিধি >> বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের কাকারধা স্কুল ও এলাকার একাধীক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের ধর্ষন ও তা ভিডিও ধারনের দায়ে বাকেরগঞ্জ থানায় ফরিদপুর গ্রামের মৃত খালেক সিকদারের পুত্র নওরোজ হীরার বিরুদ্ধে মামলা হয়। আজ বৃহসপতিবার সকাল ১১টার দিকে ইউনিয়নের কাকরধা বাজারে ধর্ষকের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল- সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বাজারের মসজিদ মোর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাকরধা স্কুল মাঠে সামনে শেষ হয়। পরবর্তিতে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশে বিচার ব্যবস্থা নাজুক হয়ে পড়ায় প্রতিনিয়ত অপরাধ সংঘটিত হচ্ছে। আইনের শাসন কায়েম করতে ধর্ষণকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি জানান তারা। উল্লেখ্য গত কয়েক দিন যাবৎ বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের নওরোজ হীরার অসামাজিক কর্মকান্ড নিয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে এলাকায় বিষয়টি নিয়ে তোলপার হলে জনৈক ব্যক্তি প্রথমে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দিলে প্রশাসনের টনক নরে বিষয়টি নিয়ে পরে রোকনউদ্দিন গ্রামের এক ভুক্তোভোগী বাদী হয়ে মামলা দায়ের করে। হীরা এলাকা ছেড়ে পালাতক রয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network