ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবদুর রাজ্জাক, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান, সহকারী কমিশনারসহ মুসল্লীরা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ দেশ ও দেশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। অপরদিকে বরিশাল সদর উপজেলায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদিয়ে এই কাজের শুভ সূচনা করেন ইউএনও মোঃ মুনিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস প্রমুখ। এদিকে বিকালে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে স্কুল কলেজ পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network