ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২১
বরগুনার বিষখালী ও বুড়ীশ্বর নদীতে মা-ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার প্রথম দিনে ১৪ জেলেকে ২০ দিন এবং ১ জেলেকে ১ মাসের কারাদণ্ড ও ৭ জেলেকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত করা হয় ও উদ্বার হওয়া মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
বরগুনার বিষখালী, বুড়ীশ্বর (পায়রা) আর বলেশ্বর নদীর বরগুনা, আমতলী, তালতলী বেতাগী, বামনা ও পাথরঘাটার বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহায়তায় অভিযান করে।
সোমবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালতলী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসার হোসেন ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড ঘোষণা করেন। সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত করা হয়। এর আগে রাত সাড়ে ১২ টার দিকে মৎস্য বিভাগের তত্বাবধায়নে কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এসব জেলেদের আটক করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে তিনটি ট্রলারসহ ৫০ কেজি ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিন করে কারাদণ্ড দেয়। জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
তালতলী উপজেলায় কারাদণ্ড দেওয়া জেলেরা হলো, মিজানুর (৪০), মো. আলম(৪০), আবুছলে (৩৫), মো. ফারুক গাজী (৫০), মো. শাকিব (২২), মো. দুলাল (৪০), মো. দেলোয়ার হোসেন (৪৫), মো. হায়দার (৩৫), মো. ইছাহাক মিয়া (৫০), মো. হালিম (৩৫), মো. ছগির (৪০), মো. সালাম (৩৪), মো. হারুন (২৩) ও মো. আবু হানিফ(৪৫)। এদের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুুবুল আলম জানান, রবিবার রাত ১২টার পর থেকে তত্ত্বাবধায়নে কোস্টগার্ড ও নৌ-পুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করা হয়। এদের সাথে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়াও তিনটি ট্রলার জব্দ করা হয়। আমতলী উপজেলায় ৭ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানা করা হয়।
বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, রবিবার রাতে উপজেলার বিষখালী নদীর ফুলতলা এলাকা থেকে শহীদুল (৪০) নামের এ জেলেকে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network