ঢাকা ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১
মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী ( ১০) কে ধর্ষণের চেষ্টা করে ছাত্রলীগ নেতা। ওই ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খাঁন (২৮)। তিনি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ভয়াং গ্রামের আজিজ খাঁনের ছেলে। এ ঘটনায় শনিবার মির্জাগঞ্জ থানায় মামলা করে শিশুটির মা।
মামলা সূত্রে জানা যায়, শিশুটি উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আসলাম সরদারের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ৮ই অক্টোবর শুক্রবার শিশুটি ভয়াং বাজারের তার খালা কমলা বেগমের বাড়ি বেড়াতে যায়। দুপুরের দিকে সুমন ওই ঘরে গেলে শিশুটিকে জিজ্ঞেস করে তোমার খালা কোথায়? শিশুটি বলে খালা একটু নানা বাড়িতে গেছে। তখন সুমন শিশুটির কাছে পান চায়। পান নিয়ে আসলে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। লোকজনের টের পেয়ে সুমন পালিয়ে যায়। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, মামলটি রুজ করে আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network