ঢাকা ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২১
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওটরা গ্রামের বেপারী বাড়ি থেকে ১৮৫ পিচ ইয়াবাসহ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশীদের ছেলে মোঃ জাহিদুল ওরফে বাবু মুন্সি এবং মোতালেব বেপারির ছেলে শফিকুল ইসলাম বেপারিকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় বরিশাল গোয়েন্দা শাখা (ডিবি)র এস আই ওবায়দুল কবির বাদী হয়ে দুইজনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
ডিবি’র এস আই ওবায়দুল কবির জানান, ওটরার বেপারি শফিকুল ইসলাম বেপারির বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবু মুন্সি ও শফিক বেপারিকে গ্রেফতর করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করি।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, মামলা হওয়ার পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network