ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে বিক্ষোভ সমাবেশে- পীর সাহেব দুধল

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২০

ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে বিক্ষোভ সমাবেশে- পীর সাহেব দুধল
মোশারফ হোসেন বিশেষ প্রতিবেদক  >> বাকেরগঞ্জ উপজেলার গােমা বাজারে ফ্রান্সে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের প্রতিবাদে দুধল পীর সাহেবের আহবানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার (০২ নভেম্বর) বিকালে সহস্রাধিক লােকের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তৃতায় দুধল দরবারের মেঝ পীর সাহেব, মুফতি শাহ্ মুহাঃ ছফিউল্লাহ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিশ্ব নবীর অবমাননা কারী ফ্রান্সের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রস্তাব পাশ করুন। ফ্রান্সের প্রেসিডেন্টকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার আহবান জানান, অন্যথায় ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক প্রত্যাহারের বিবেচনা করুন। এছাড়াও তিনি বলেন, নাস্তিক্যবাদ ও রাসূল বিদ্বেষীদের বিরুদ্ধে সকল শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন জানাচ্ছি এবং দুধল দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট সকলকে যার যার অবস্থান থেকে সর্বাত্বক অংশগ্রহনের নির্দেশ প্রদান করছি। তিনি আরাে বলেন, আল্লাহ তাঁর রাসূল ও ইসলামের বিরুদ্ধে কটুক্তি কারীদের মৃত্যুদন্ডের বিধান রেখে অনতিবিলম্বে ব্লাসফেমি আইন পাশ করে ৯২ ভাগ জনগনের অনুভুতিকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সমাবেশের প্রধান বক্তার বক্তব্যে দুধল দরবারের ছােট পীর সাহেব, মুফতি শাহ্ মুহাঃ শরিয়াতুল্লাহ বলেন, আমরা অত্যন্ত বেদনার সাথে লক্ষ্য করছি প্রায় ২শ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন রাসূলুল্লাহ (সাঃ) এর শানে ফ্রান্সের সরকারি পৃষ্ঠ পােষকতায় শার্লি এ্যাবদো পত্রিকা বার বার বেয়াদবি করছে যা মেনে নেয়া যায়না। ফ্রান্স বাক স্বাধীনতার নামে গােটা মুসলিম উম্মাহর কলিজায় আগুন জ্বালিয়ে ক্ষমার অযােগ্য অপরাধ করেছে। মুসলিম জনতাকে বলব এ মূহুর্তে ফ্রান্সের পন্য বর্জন করা আপনাদের সর্বনিম্ন ইমানী দ্বায়িত্ব। বিক্ষোভ সমাবেশে আরাে বক্তব্য রাখেন, মাওঃ মুঈনুল ইসলাম, মাওঃ জাকির হােসেন, মাওঃ আবুল হােসেন, হযরত হাতেম আলী (রহঃ) ফাউন্ডেশনের পরিচালক- মাওঃ তানভীর হাসান, আঃ হান্নান মােল্লা ও মাওঃ বশির উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরামগন। পূর্ণাঙ্গ দ্বীন ছাত্র জমিয়াতের পক্ষে বক্তব্য রাখেন, মাওঃ বেলাল হােসাইন, আরিফুর রহমান, জিহাদুল ইসলাম, আঃ কাইয়ুম হাতেমী, আঃ জলিল ও তাহসিন বিল্লাহসহ ছাত্র নেতৃবৃন্দ। সমাবেশে তানজীম ইসলামী সাংস্কৃতিক দলের শিল্পিরা প্রতিবাদী সংগীত পরিবেশন করেন।
সংবাদটি শেয়ার করুন