ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২১
দীর্ঘ ১৮ বছর মালদ্বীপের বিপক্ষে জিততে পারেনি লাল সবুজের বাংলাদেশ। তবে অবশেষে সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা পেলো জামাল ভূঁইয়ারা। ২০০৩ সালে সর্বশেষ মালদ্বীপকে হারিয়েছিলো বাংলাদেশ। আর ২০২১ সালে এসে আবারও জয় পেলো তপু বর্মনরা।
গত মাসে সাফ চ্যাম্পিয়নশীপে এই মালদ্বীপের বিপক্ষে মালেতে বাংলাদেশ ০-২ গোলে হেরেছিলো। এই জয়ে সাফের সেই হারানো ক্ষতও শুকালো কিছুটা।
ম্যাচে শুরুতে অবশ্য বাংলাদেশ আগে লীড নেয়। ম্যাচের ১০ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ লিড নেয়ার পর আরো আক্রমণাত্বক খেলে। গোলের সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি বাংলাদেশ। তবে ৩২ মিনিটে মালদ্বীপ ম্যাচে সমতা আনে।
এরপর দুই দল একাধিক চেষ্টা করেও গোলের দেখা পায়নি। কিন্তু ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টিতে পায় বাংলাদেশ। জুয়েল রানাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন মালদ্বীপের গোলরক্ষক। রেফারি পেনাল্টির বাশির পাশাপাশি গোলরক্ষককে কার্ড দেখান। তপু বর্মণ পেনাল্টি শট নেন। ডিফেন্ডার হলেও তিনি পেনাল্টিতে খুবই সিদ্ধহস্ত। তপু বর্মণের নেয়া শট ঠেকাতে মালদ্বীপের গোলরক্ষক বাম দিকে ঝাপ দেন। তপু শট ডান দিকে কোনাকুনি শট নেন। বাংলাদেশ ২-১ গোলের লীড পায়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছারে জামাল ভূঁইয়ারা।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network