ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
বরগুনা জেলা সদরের পোটকাখালী গ্রামে গত এক মাস ধরে কিছু বাড়িতে নানা জায়গায় আকস্মিকভাবে আগুন ধরে যাবার ঘটনা ঘটছে বলে জানিয়েছে এলাকার মানুষ। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু কী কারণে ছোট ছোট এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে তা তারা বলতে পারছেন না।
পোটকাখালী গ্রামের একজন বাসিন্দা বলেন, তাদের বাড়িতে এক মাসে পাঁচ বার আগুন লেগেছে। কখনও কাপড়-চোপড়, কখনও চাদর বা গাছের পাতায় আগুন লেগেছে।’ খবর বিবিসি বাংলার
বরগুনা সদর উপজেলার পোটকাখালী গ্রামের বাসিন্দা মিতা আরা বলেন, ‘এক মাসে তাদের বাড়িতে পাঁচবার আগুন লেগেছে। আমার খালার ঘরে প্রথমে আগুন লাগে বালিশে। সেটা নিভিয়ে ফেলি। আমরা ভেবেছিলাম হয়ত এটাই শেষ। কিন্তু এর পর আরো চার বার আগুন লাগে।’
এই গ্রামের আরেকজন বাসিন্দা ছন্দা খাতুন বলেন, ‘আমাদের বাড়িতে সাতটা ঘর আছে এবং সেখানে কয়েকবার আগুন লেগেছে। রবিবার সকালে রান্না ঘরের পাশে আগুন ধরে যায়। আমরা সবাই আগুন নিভাই। এখন এমন হয়েছে আমাদের পরিবারের পুরুষরা বাড়ি পাহারা দিচ্ছে কারণ কখন কোথায় আগুন লেগে যায় তার কোন ঠিক নেই।’
বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর বলেন, তিনি ফায়ার সার্ভিসের একটা দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। ‘আগুনগুলো কোন বড় আগুন না। ছোট ছোট আগুন। তবে কি কারণে এই আগুন ধরছে সেটার আমরা প্রাথমিক কারণ বের করতে পারি নি।’
জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, কয়েকদিন পর্যবেক্ষণ করার পর তারা একটা বিশেষজ্ঞ টিম গঠন করবেন আগুনের কারণ অনুসন্ধান করার জন্য।
তিনি বলেন ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মিথেন গ্যাসের কারণে হতে পারে। যেহেতু আমরা এই ব্যাপারে বিশেষজ্ঞ না তাই আসলে কী কারণে হচ্ছে সেটা নিয়ে মন্তব্য করছি না।’
এদিকে এই আগুনের কারণ না জানতে পারায় ঐ এলাকায় নানা রকম রহস্যের সৃষ্টি হয়েছে।
মনির আলী নামে এক ব্যক্তি পোটকাখালী গ্রামে থাকেন। তিনি বলেন, এটা অলৌকিক কোন ঘটনা। এ কারণে এলাকায় মিলাদ পড়ানো হয়েছে বলে জানান তিনি। গ্রামবাসীদের এই ধারণার ফলে এলাকায় আগুন-আতঙ্ক তৈরি হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network