ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২১
বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে রোববার এসএসসি পরীক্ষার প্রথম দিনের পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার অভিযোগে দুই স্কুল শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রথম দিনে পদার্থ বিজ্ঞান ভোলার একজন পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন, ভোলার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসনে আরা বেগম এবং একই জেলার (ভোলা) রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল চন্দ্র রায়।
বরিশাল বিভাগের ১৭৮ টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে এদিন ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network