ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১
স্টাফ রিপোর্টার ॥ বৃদ্ধা ননদের মৃত্যুর খবর পেয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নতুনহাট সংলগ্ন রাঢ়ী বাড়িতে ছুটে আসেন ভাইয়ের স্ত্রী কহিনুর বেগম (৫৫)।
রবিবার দিবাগত রাতে ননদের লাশ দাফনের পর ইজিবাইকযোগে নিজ বাড়ি গৌরনদীর উদ্দেশে ফিরছিলেন তিনি (কহিনুর)। পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কহিনুর বেগম গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে গৌরনদী ও তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আনার পর রাত ১১টার দিকে চিকিৎসক কহিনুর বেগমকে মৃত বলে ঘোষণা করেন।কহিনুর বেগম গৌরনদী পৌর এলাকার গেরাকুল মহল্লার বাসিন্দা মৃত জাহাঙ্গীর সরদারের স্ত্রী।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network