ঢাকা ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২১
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ নভেম্বর।। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিভিন্ন প্রজাতির ৭ টি অতিথি পাখি অবমুক্ত করেছে বনবিভাগ। মঙ্গলবার সকাল ১১ টায় সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ পাখি অবমুক্ত করা হয়। এ সময় বন বিভাগ, ট্যুরিস্ট পুলিশ ও পর্যটকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। পাখিগুলো হচ্ছে ২ টি ইউরোসিয়ো অতিথি হাঁস, ১টি টিয়া, ২টি কালিম, ১টি উত্তুরে খুনতি হাঁস, ১টি টিকি হাঁস।
বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এ পাখিগুলো এনিমেল লাভারস নামে একটি সংগঠনের সদস্যরা উদ্ধার করেছে। পরবর্তীতে তারা পাখিগুলোকে উন্মুক্ত করার জন্য পটুয়াখালী বন বিভাগের কাছে হস্তান্তর করে। সেই পাখিগুলো স্থানীয়দের উপস্থিততে উড়িয়ে দেয়া হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network